XI Physics chapterwise Important Question of West Bengal Board

How to Study Class XI Physics Book?



আমরা XI এর PHYSICS ( পদার্থ বিদ্যা) বই কিভাবে পড়ব?

বাংলা version এ লেখা যে কোন একটি পদার্থ বিদ্যার সহজ সরল বই কে Mother Book হিসেবে ধরে নিয়ে প্রথমে পড়াশুনা শুরু করতে হয়।

ওই বইটির সমস্ত Topics কে বুঝে পড়ে নিলে তারপর Reference Book হিসেবে নীচে দেওয়া যেকোনো একটি বই কে follow করলেই হবে। পদার্থ বিদ্যার প্রতিটি অংশকে নিজের মত করে আয়ত্ব করে নিতে হয়।

এর পর মনে রাখার সুবিদার্থে নিজেরা ওই অধ্যায়ের একটি Memory Point বানাতে পারো।

ওই Memory point কিন্তু কোন বই বা Website থেকে নেওয়া যাবে না তাতে নিজের পড়ার ভিত্তি নষ্ট হবে।

নিজেরা Memory Point বানালে তোমাদের পড়াটি আরও প্রাণবন্ত হবে সাথে সাথে তোমাদের চিন্তা শক্তির ও বিকাশ ঘটবে। নীচে Memory point এর নমুনা কিছু উল্লেখ করে দেওয়া হল। এভাবে পড়া complete হয়ে গেলে , নীচের দেওয়া MCQ , VSA (অতিসংক্ষিপ্ত প্রশ্ন) , SA (সংক্ষিপ্ত প্রশ্ন) , LA (দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন) এর প্রশ্ন ও উত্তর গুলি দেখতে পারো।

Chapterwise Class XI Physic Question with Answer :-

পরিমাপ পদ্ধতি

এক মাত্রিক গতি

নিউটনের গতিসূত্র

ঘর্ষন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *